স্বাগতম শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়ে

প্রধান শিক্ষকের বাণী

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আর এই তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রাপ্তিকে সহজ করতে প্রযুক্তির নানা রকম ব্যবহার আমরা করে থাকি। তারই ধারাবাহিকতায় শহীদ ছালাম উচ্চ বিদ্যালয় সকল ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের বিড়ম্বনা এড়াতে ওয়েবসাইট ব্যবহারের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এতে সহজেই সেবা প্রত্যাশিরা নানা রকম তথ্য পেয়ে থাকবে। মেধা,মনন আর সু নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান থাকা আবশ্যক। সেই পথটি সহজ করতেই আমাদের প্রানান্তর চেষ্টা। অতীতের ন্যায় সামনের দিনগুলোতেও শহীদ ছালাম উচ্চ বিদ্যালয় শিক্ষা,সংস্কৃতি, খেলাধুলায় বীরদর্পে এগিয়ে যাবে। একদল দক্ষ ও কর্মঠ শিক্ষক/শিক্ষিকার সু পরিকল্পিত পাঠদানে ছাত্র/ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে।
এজন্য শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, এলাকাবাসী, হিতৈষী ব্যক্তিবর্গ,অভিভাবক, ছাত্র-জনতা, সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।
সফলতার সর্বোচ্চ শিখরে আরোহন করুক বিদ্যালয়টি। এই প্রত্যাশা রইলো।
সবার মঙ্গল কামনায় –
নূর মোহাম্মদ
প্রধান শিক্ষক
শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়।

© শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়-খায়ের পাড়া,ঘাটাইল,টাঙ্গাইল কর্তৃক সংরক্ষিত ২০২৫

কারিগরি সহায়তা: Siliconsoft Solutions Ltd.