স্বাগতম শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়ে

বিদ্যালয় পরিচিতি

 

১৯৭১ সাল। সারাদেশ উত্তাল। পাকিস্তানি হানাদার বাহিনী নিরহ বাঙালীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। শহর ছাড়িয়ে গ্রাম অঞ্চলেও হানা দিচ্ছে। খায়ের পাড়া এক নিভৃতপল্লী গ্রাম। এ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। এ গ্রামের বেশিরভাগ মানুষ হত দরিদ্র। পেশায কামার, কুমোর, দিন মজুর, জেলে, মাঝি৷ শিক্ষার আলো এখনো ব্যাপকভাবে পৌঁছায়নি এ গ্রামে। হাতে গোনা কয়েকজন শিক্ষিত মানুষের বাস। যারা সমাজের বিভিন্ন আচার অনুষ্ঠানে নেতৃত্ব দিয়ে থাকেন। হিন্দু-মুসলমান সম্প্রীতি আর ভালোবাসার বন্ধনে এ গ্রামে বসতি স্থাপন করেছে৷ মঈন উদ্দিন মাস্টার, তাঁর বড় ছেলে ছালাম। নবম শ্রেনীতে পড়ছে। ভীষণ মেধাবি। দেশ মাতৃকারটানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো। যোগ দিলো কাদেরিয়া বাহিনীতে, কমান্ডার আশরাফ হুমায়ূন বাঙ্গালের অধীনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। ১৯৭১ সালের ৮ অক্টোবর ভূয়াপুরের সিংগুরিয়া যুদ্ধে অংশ নেয় ছালাম। মুখোমুখি যুদ্ধ। বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে পাকিস্তানি হানাদাররা। যুদ্ধের এক পর্যায়ে ঘাতকের বুলেট এসে লাগে ছালামের বুকে। মাটিতে লুটিয়ে পড়ে ছালাম। ছালামের রক্তে হানাদার মুক্ত হয় ভূয়াপুর-সিংগুরিয়া। দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে গ্রামবাসীকে নিয়ে একটি হাইস্কুল স্থাপন করেন তৎকালীন চেয়ারম্যান এলাহী বক্স মিয়া। ছালামের স্মৃতি ধরে রাখতে স্কুলটির নাম করণ করেন – শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়। কালের স্বাক্ষী হয়ে আজও টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের খায়েরপাড়া গ্রামে মাথা উচু করে দাঁড়িয়ে আছে শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়টি৷

 

অত্র বিদ্যালয়টি প্রথম এমপিওভুক্ত হয় ১৯৮৫ সালে, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। তারপর ১৯৯৯ সালে উচ্চ বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত হয়। বর্তমানে শহীদ ছালাম উচ্চ বিদ্যালয় ঘাটাইল উপজেলার বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে এ বিদ্যালয়টিতে। এখানে রয়েছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ। কম্পিউটার ল্যাব,মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, সহ রয়েছে বিস্তৃত এক খেলার মাঠ।


বিদ্যালয়ের EIIN

114135

বিদ্যালয়ের নাম

শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়-খায়ের পাড়া

SCHOOL NAME

SHAHEED SALAM HIGH SCHOOL - KHAYER PARA

গ্রাম/বাড়ী ও সড়কের বিবরণ

খায়ের পাড়া,ঘাটাইল,টাঙ্গাইল

ওয়ার্ড নম্বর

03

ইউনিয়ন/পৌরসভা

আনেহলা

পোস্ট অফিস

শাহী আনেহলা

পোস্ট কোড

1976

পুলিশ স্টেশন

ঘাটাইল

উপজেলা

ঘাটাইল

জেলা

টাঙ্গাইল 

বিভাগ

ঢাকা

মোবাইল নম্বর

01309114135

E-Mail

shahidsalamhighschool2121@gmail.com

Website

www.sshskp.edu.bd

শিক্ষার্থী সংখ্যা

524

বিদ্যালয়ের শিফট

মোট জমির পরিমাণ (একর)

মোট শ্রেণিকক্ষ সংখ্যা

ভবন সংখ্যা

মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ সংখ্যা

1

আইসিটি ল্যাব সংখ্যা

1

বিজ্ঞানাগার এর জন্য কক্ষ সংখ্যা

1

পাঠাগার এর জন্য কক্ষ সংখ্যা

1

সীমানা প্রাচীর আছে কি না

অডিটোরিয়াম আছে কি না

© শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়-খায়ের পাড়া,ঘাটাইল,টাঙ্গাইল কর্তৃক সংরক্ষিত ২০২৫

কারিগরি সহায়তা: Siliconsoft Solutions Ltd.